মাঘের মাঝামাঝিতে বেড়েছে শীতের তীব্রতা। ৬ এর ঘরে নেমেছে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলাসহ দুই বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। দেশের ১৭ জেলার তাপমাত্রা বর্তমানে ১০ এর নিচে অবস্থান করছে, ১০ ডিগ্রির মধ্যে আছে আরও ৭ জেলার তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট সূত্র এমন তথ্য দিয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলায়- ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপবাহ বয়ে যাওয়া জেলা হচ্ছে- গোপালগঞ্জ টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলা। আর বিভাগ দুটি হচ্ছে- রংপুর ও রাজশাহী।
শুক্রবার বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৩, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭ এবং সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ৮ দশমিক ৫, রংপুরে ৮, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রাও ।
এমকে