বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লাকে ৯২২২ ভোটে হারিয়ে দিয়েছেন রাজ চক্রবর্তী। টলি তারকার এই জয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার, বন্ধুমহল থেকে অনুরাগীরা।
রাজ চক্রবর্তীর এই জয় নিয়ে আবেগঘন বার্তা শুভশ্রীর দিদি, তথা রাজের বড় শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায় ভাটিয়ার। এদিন রাজের বাবার কথা খুব বেশি মনে পড়ছে গোটা পরিবারের, জানান দেবশ্রী। করোনা আক্রান্ত হয়ে গত বছর অগস্টেই মৃত্যু হয় পরিচালকের বাবার।
দেবশ্রী ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন- 'জেঠু দেখো , আজ তোমার শিবু জিতে গেছে । এই লড়াই টা খুব সহজ ছিল না। এই জেতা টাও খুব সহজ ছিল না।দিনের পর দিন দেখেছি মানুষের পাশে থেকে ,মানুষের জন্য লড়াই করতে। অজস্র মানুষের ভালোবাসা আর আশীর্বাদ আজ ওকে জিতিয়েছে। ওর কঠিন পরিশ্রম আজ ওকে জিতিয়েছে ,তোমার এবং মাসিমনির ভালোবাসা ও আশীর্বাদ ওকে জিতিয়েছে। শুভর মঙ্গল কামনা আজ ওকে জিতিয়েছে।