মন্তব্য
কণ্ঠশিল্পী মনি চৌধুরীর একক গান লাশ প্রকাশিত হলো। সম্প্রতি গানের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এতে রিয়াল ও মনি মডেল হয়েছেন।
'জিন্দা থাকতে মানুষ বলে মইরা গেলে লাশ, কফিন লোবান সাথে যাইবধ জংলার বাঁশ' এমন কথায় সুর দিয়েছেন মনি নিজেই।
এছাড়াও গানের কথাও মনি চৌধুরী লিখেছেন সংগীত আয়োজন করেছেন সজিব দাশ। গাজীপুরের পূবাইলে গানের চিত্রায়ণ হয়েছে।