মারা গেছেন কানুপ্রিয়া

০৪ মে ২০২১

দূরদর্শনের জনপ্রিয় সঞ্চালিকা কানুপ্রিয়া করোনার ছোবলে পড়ে, না ফেরার দেশে চলে গেছেন।

গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার সঞ্চালিকার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ব্রহ্মাকুমারী শিবানী। পোস্টে তিনি জানিয়েছেন, দেবদূতের মতো ছিলেন কানুপ্রিয়া। 


মন্তব্য
জেলার খবর