মন্তব্য
দিন দিন চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। সেই সঙ্গে চীনকে দায়িত্বের নিয়ে আচরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার চায়না বিজনেস সামিটে রাখা ভাষণে জাসিন্ডা বলেন, কোনো সম্পর্কেরই গ্যারান্টিও নেই। সম্পর্ক সব সময় একই রকম রাখাও সম্ভব হয় না। চীনের কিছু বিষয় রয়েছে যেসবের সাথে নিউজিল্যান্ড একমত নয় এবং কোনো এসবের পক্ষেও থাকবে না। উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা প্রকাশ্যেই গভীর উদ্বেগের কথা বলেছি ও বলে যাবো।
ভাষণে নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী হংকংবাসীর অধিকার, স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের বিষয়ে নেতিবাচক ঘটনাক্রম নিয়েও উদ্বেগের কথা জানান। নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন।
গার্ডিয়ান