মন্তব্য
শনিবার চীনের কমিশন ফর পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিশনের কেন্দ্রীয় কমিটি তাদের উইবো নামে সোশ্যাল অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে, যা চীনা কমিউনিস্ট পার্টির একটি উইং।
সেখানে একটি ছবিতে দেখা যায় চীন রকেট উৎক্ষেপণ করছে। আর অন্যটিতে দেখা যায় ভারতে করোনা মহামারিকালে চিতা জ্বলছে। এই দুটি ছবি পাশাপাশি পোস্ট করে নিচে ক্যাপশন লেখা হয়েছে, “চীন ইগনাইটেড ভার্সাস ইন্ডিয়া ইগনাইটেড।”
এই পোস্টের পরপরই সমালোচনার ঝড় উঠে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের এমন ক্রান্তিকালে প্রতিবেশী দেশের এমন আচরণে তারা ক্ষুব্ধ ও মর্মাহত। তাদের প্রশ্ন ভারতে করোনা মহামারি নিয়ে এই ধরনের ছবি পোস্ট করে মজা করা কী খুব ভালো?