ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

২৮ জানুয়ারী ২০২২

দেশের আইন ও সংবিধানের প্রতি বিএনপির কোনও বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন- এ কারণেই জনগণের ভোট নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করেই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় তারা।  শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানী ঢাকায় ওবায়দুল কাদের তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন। প্রেস বিফিংয়ে সদ্য পাস হওয়া ইসি গঠন আইন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, দেশের ইতিহাসে গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ ।তিনি জানান,  সংবিধানের আলোকে গণতন্ত্র ও জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। দেশে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে যা কিছু হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে।

ইসি আইন বিষয়ে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী ও মুক্তিযুদ্ধের পরিপন্থী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এ আইনের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তা দেশের গণতন্ত্র, জাতীয় সংসদ,  সংবিধান এবং আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছু নয়।

এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর