দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিমণি

০৪ মে ২০২১

 চলচ্চিত্র জগতের অন্যতম তারকা পরিমণির পেজ জুড়ে শুধুই দুবাই ভ্রমণের ছবি ও ভিডিওতে ঠাসা।  নানা রকমের আনন্দঘন ছবি ও ভিডিওতে রঙিন তার সোশ্যল মিডিয়ার দেয়াল। 

সম্প্রতি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে পরীমনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এ জায়গা করে নিয়েছেন।

‘স্বপ্নজাল’-সিনেমায় নাম কুড়ানো এই অভিনেত্রী ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায়ও জায়গা করে নিয়েছেন।


মন্তব্য
জেলার খবর