মন্তব্য
উচ্চমাধ্যমিক পাশেই চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে। প্রতুষ্ঠানটিতে ১২টি পদে ৩৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেয়া হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে।
আবেদন করা যাবে আগামী ০৯ মে পর্যন্ত। আবেদনের সময় ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ০৮ থেকে ১২ নং পদের জন্য ৫৬ টাকা পরিশোধ করতে হবে। অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন করার জন্য bjri.teletalk.com.bd এ ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে।