অটোরিকশা থামিয়ে অধ্যক্ষকে গুলি করে হত্যা

০৪ মে ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে মোজাফফর হোসেন (৬০) নামের এক মাদরাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুরের জোড়া কৃষি কলেজের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। মোজাফফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী এক নারী ও পুরুষকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা যায়, মোজাফফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বগুড়া শহরের দিকে আসছিলেন।  ঘটনাস্থলে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে, এরপর মোজাফফর হোসেনকে গুলি করে সটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি, তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন, পাশাপাশি কবিরাজিও করতেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করতেন।

শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই অটোরিকশায় একজন নারী ও পুরুষ যাত্রীও ছিলেন। ঘটনার কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর