মন্তব্য
করোনাভাইরাসের প্রকোপে টালমাটাল অবস্থা ভারতে। এরই মধ্যে চলছিল আইপিএল। বিভিন্ন মহল থেকে এটি বন্ধের আহ্বান জানানো হচ্ছিল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
গত কিছুদিন ধরেই করোনা মহামারি আকার ধারণ করেছে ভারতে। মৃত্যুর মিছিল যেন থামছেই না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। এর প্রভাব পড়েছে আইপিএলেও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন করোনায়। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।