দেশে ফিরলেন মুমিনুল-তামিমরা

০৪ মে ২০২১

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকাল ৩টা ২৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। দুটি টেস্ট খেলতে দেশটিতে গিয়েছিল মুমিনুলরা।
বিদেশ সফর শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল মুমিনুল-তামিমদের। তবে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে টাইগারদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হয়নি ক্রিকেটারদের। তবে এবার করোনা পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ হওয়ায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের।  
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ছুটি বাতিল করেছে বিসিবি। যার কারণে দলের সঙ্গে তিনিও বাংলাদেশে ফিরেছেন। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ লড়াই কওে ড্র করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে মুমিনুল হত নেতৃত্বাধীন দলটি।


মন্তব্য
জেলার খবর