নতুন আধা-পাকা ঘর পাওয়ায় সারা দেশের ৫৩ হাজার ৪৩৪টি হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবারের মুখে হাসি ফুটবে আগামী জুন মাসে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপহার হিসেবে এ ঘর নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের দ্বিতীয় ধাপে এসব বাড়ি হস্তান্তর করা হবে। এর আগে প্রথম ধাপে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে বাড়ি দেয়া হয় চলতি বছরের জানুয়ারি মাসে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ পৃথিবীতে বিরল মডেল।
দ্বিতীয় ধাপের আওতায় বিভাগভিত্তিক ঢাকায় ৭ হাজার ২৮০টি , ময়মনসিংহে ২ হাজার ৫১২টি, চট্টগ্রামে ১০ হাজার ৫৬২টি, রংপুরে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনায় ৩ হাজার ৯১১টি, বরিশালে ৭ হাজার ৬২৭টি এবং সিলেটে ১ হাজার ৯৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ বাড়ি পাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে জুন মাসে এসব বাড়ি হস্তান্তরের পরিকল্পনা হয়। এসব বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সোমবার এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। বৈঠকে গুণগতমান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এসব বাড়ির নির্মাণ কাজ শেষ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়। এছাড়া তৃতীয় ধাপে আগামী বছর আরও ১ লাখ ২৫ হাজার গৃহহীন ও ভূমিহীনদেরকে এ রকম বাড়ি নির্মাণ করে দেয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। বৈঠকে সব বিভাগীয় কমিশনার, উপকমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এমকে