আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে মোটরসাইকেলটির বাকি তিন আরাহী। শুক্রবার সকালে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ, একই সঙ্গে নিজেদের হেফাজতে নিয়েছে ট্রাক ও মোটরসাইকেলটি।
নিহতের নাম রাব্বি হাওলাদার। সে উপজেলা সদরের মনোহরপুর এলাকার মো. বশির হাওলাদারের ছেলে, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। আহতরা হলো- মনোহরপুর এলাকার মজনু হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (১৯), ঝালকাঠির কৃতিপাশা এলাকার মো. আবুল ফকিরের ছেলে রাজীব (১৯), ঝালকাঠি সদরের আবুল ব্যাপারীর ছেলে রনি ব্যাপারী (১৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় ইমরান ও রাজীবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রনি সেখানে ভর্তি আছেন। ট্রাকচালক মেহেদী খুলনা জেলার লবনচোরা উপজেলার মোহাম্মদনগর এলাকার মো. আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, মোটরসাইকেলটিতে ৪ জন আরোহী মনোহরপুরের দিক থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। রাব্বি মোটরসাইকেলে সবার পিছনে বসা ছিল। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন রাব্বির মৃত্যু হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে