করোনায় আক্রান্ত ৮ সিংহ

০৫ মে ২০২১

ভারতের হায়দরাবাদের জনপ্রিয় নেহরু জুয়োলজিক্যাল পার্কে (এনজেডপি) একসঙ্গে আটটি সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটিতে বন্যপ্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হওয়ার এটিই সম্ভবত প্রথম ঘটনা।

গত ২৯ এপ্রিল ভারতের সেলুলার অ্যান্ড মোলকিউলার বায়োলজি সেন্টার (সিসিএমবি) মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষকে বলেছে, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

গত ২৪ এপ্রিল নেহরু জুয়োলজিক্যাল পার্কের পশুচিকিৎসকরা খেয়াল করেন সিংহগুলো করোনার উপসর্গ দেখাচ্ছে। তাদের ক্ষুধামন্দা, নাক দিয়ে পানি পড়া ও কাশি হচ্ছিল।

টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর