১ ঘণ্টার ব্যবধানে মা ও স্বামীর মৃত্যু

০৫ মে ২০২১

 ভারতের দূরদর্শনের প্রাক্তন পরিচালক জেনারেল অর্চনা দত্ত। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে মা ও স্বামীকে হারিয়েছেন তিনি। করোনায় বিনা চিকিৎসায় তার মা ও স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি অর্চনার। অর্চনাদেবীর স্বামী এ আর দত্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

অর্চনা জানান, 'আমার মা ও স্বামী, দুজনেই বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। দিল্লির নামদামি হাসপাতালের চিকিৎসা পেতে ব্যর্থ হয়েছি। মৃত্যুর পর তাদের কভিড পজিটিভ ঘোষণা করা হয়েছে'।

 অর্চনাদেবীর ছেলে অভিষেক বলছেন, 'এক ঘণ্টার মধ্যে দুজনকে হারালাম। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঠাকুমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হলো না'। 

এই সময়


মন্তব্য
জেলার খবর