সরকারের কুকর্ম জেনে যাওয়ায় আটক

০৫ মে ২০২১

দীর্ঘ সময় ধরে তুরস্কের নাগরিকত্ব থাকার অভিযোগে সংখ্যালঘু উইঘুর দম্পতিকে আটক করেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চল জিনজিয়াং কর্তৃপক্ষ। আটক দম্পতির মেয়ের দাবি, তার মা-বাবাকে ছেড়ে দেবে না বেইজিং। কারণ, তারা জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনে সাক্ষী।

ওই দম্পতির মেয়ে হানকিজ কুরবান বলেন, গত ৪০ বছর ধরে আমার মা-বাবা তুরস্কের নাগরিক। আমরা চারজন তাদের সন্তান। আমরা সবাই ইস্তানবুলে জন্ম নিয়ে বেড়ে উঠেছি। আমার বাবা-মা জিনজিয়াংয়ে ফিরে গিয়ে ব্যবসা করছিলেন।  ১১ সেপ্টেম্বর ২০১৭ সালে পুলিশ তাদের নিয়ে যায়। তারা চীন সরকারের কুকর্ম জেনে ফেলেছিল বলে তাদের আটক করা হয়। 

রেডিও ফ্রি এশিয়া


মন্তব্য
জেলার খবর