নামতা বলতে না পারায় ভাঙলো বিয়ে

০৫ মে ২০২১

ভারতের উত্তরপ্রদেশের মাহোবা এলাকায় বিয়ের সব আয়োজনই সম্পূর্ণ। শুধু মালা বদল বাকি। কিন্তু তার আগে হবু স্বামীকে শেষবারের মতো যাচাই করে নিতে চেয়েছিলেন পাত্রী।

সবার সামনেই বললেন ২ এর নামতা পড়ে শোনাতে। কিন্তু সেখানেই আটকে গেলেন পাত্র। পারলেন না নামতা বলতে। আর তাতেই ক্ষেপে গিয়ে বিয়ের আসর ছেড়ে চলে গেলেন পাত্রী।বললেন, অঙ্কের প্রাথমিক জ্ঞান নেই-এমন ছেলের সঙ্গে ঘর করতে পারবেন না তিনি।

এ প্রসঙ্গে পাত্রীপক্ষের অভিযোগ পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। তাই তারা পাত্রপক্ষের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে জালিয়াতির অভিযোগ এনেছে। 

আনন্দবাজার

 

 


মন্তব্য
জেলার খবর