টিকা নিলেই ভ্রমণ সুবিধা

০৫ মে ২০২১

 চলমান লকডাউন ও বিধিনিষেধে শিথিলতার আভাস দিয়েছে ইউরোপীয় কমিশন। আগামী মাস থেকে ইইউর বাইরের যেকোনো দেশের নাগরিক দুই ডোজ টিকা নেওয়ার ১৪ দিন পর জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে কমিশন।

বিভিন্ন দেশের কোভিড পরিস্থিতি বিবেচনায় এ সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়। 

ইউরোপীয় কমিশন জানায়, আগামী মাস থেকেই দুই ডোজ টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে ইইউভুক্ত ২৭টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে জোট। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত হতে প্রয়োজন ইইউভুক্ত ২৭ দেশের সম্মতি।


মন্তব্য
জেলার খবর