ভেঙ্গে গেছে ভারতীয় ভ্যাকসিন আনার চুক্তি

০৫ মে ২০২১

ভারতীয় সেরাম ইনস্টিটিউটের করোনার ভ্যাকসিন আনার চুক্তি এক অর্থে ভেঙে গেছে বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেছেন, আইনগত-নৈতিক সব দিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই শক্ত থাকলেও সেখানে উদ্ভুদ করোনা পরিস্থিতিতে ভারত তাদের নাগরিকদের অবহেলা করে ভ্যাকসিন সরবরাহ করবে তা আশা করেন না তিনি। মঙ্গলবার (৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। ভার্চুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ভ্যাকসিন সরবরাহের যে চুক্তি, সেই চুক্তি থেকে আইনগতভাবে তাদের বেরুনোর কোনও পথ নেই। ভারতের মতো ভ্যাকসিন ও অক্সিজেন সঙ্কট বাংলাদেশে হবে না বলেও মনে করছেন পরিকল্পনামন্ত্রী। জানান, ভ্যাকসিনের বিষয়ে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর