নারীদের সম্মান করা উচিত : নুসরাত

০৫ মে ২০২১

তৃণমূলের লোকসভা সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেজন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’

সদ্যসমাপ্ত নির্বাচনে বিজেপি থেকে লড়াই করেন চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তী। কিন্তু ভোটের আগে তৃণমূলের নেতা মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে গিয়েছিলেন তারা। আর ভোটে হেরে গেছেন এ তিন অভিনেত্রী।

সেই নৌবিহার ও নির্বাচনে বিজেপির বিপর্যয়কে একসঙ্গে টেনে মঙ্গলবার (৪ মে) তথাগত টুইট করে বলেন, ‘পায়েল শ্রাবন্তী পর্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’


মন্তব্য
জেলার খবর