ভরসা রাখুন ভালো কিছু হবে : শিল্পা

০৫ মে ২০২১

বলিউড অভিনত্রী শিল্পা শেঠী কুন্দ্রা সোমবার সোশাল সাইটে তার ভক্তদের এবং সকল ভারতীয়কে অনুরোধ করেছেন, এই কঠিন পরিস্থিতি পরিবর্তনে যদি কিছু না করতে পারেন, তাহলে দয়া করে অন্তত আতঙ্কিত হবেন না।

তিনি লিখেছেন, 'আমরা প্রত্যেকেই আমাদের আশপাশের খবর দেখছি, পড়ছি। এই পরিস্থিতি একেবারেই ধ্বংসাত্মক। এই সকল খবর আমাদের মনের ওপর সাংঘাতিক প্রভাব ফেলে। তবে তার পরেও কিছু ঘটনা শুনি বা দেখি যা অনেকটাই আশ্বাস জাগায়। করোনা রোগীদের জন্যে খাবার, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে বহু মানুষ। ডাক্তাররা অনলাইনে করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ এবং যাবতীয় পরামর্শ দিচ্ছেন। এসব ঘটনা আমাদের অনেকটাই ভরসা দেয়। মনে আশ্বাস দেয়'।

এই করোনা যুদ্ধে একে অপরকে সহায়তা করেই জয়ী হওয়ার আশ্বাস রাখেন শিল্পা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আপনি যদি এই কঠিন পরিস্থিতিতে কাউক সহায়তা করতে পারেন তাহলে অবশ্যই তা করুন। কিন্তু যদি তা না করতে পারেন তাহলে দয়া করে শুধু শুধু আতঙ্কিত হবেন না। যা আপনার জন্যে এবং আপনার আশপাশের মানুষের জন্যে ক্ষতিকারক। দীর্ঘ শ্বাস নিন এবং ভরসা রাখুন ভালো কিছু হবে। আমরা একসঙ্গে কাটিয়ে উঠব এই দুর্দিন। আমরা একসঙ্গে এই কঠিন রাস্তা হেঁটে পার করব। সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলব আমরা'।


মন্তব্য
জেলার খবর