সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

২৯ জানুয়ারী ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো এ পদে নির্বাচিত হলেন জায়েদ খান।

 

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন শিল্পী সমিতির এ ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।

 

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২ :

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)

সহ সভাপতি- মাসুম পারভেজ রুবেল (১১৯)

সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯)

 

সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)

সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

 

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)

দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন (২০৩)

কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

 

কার্যনির্বাহী সদস্য:

অঞ্জনা সুলতানা (২২৫)

অরুণা বিশ্বাস (১৯২)

অমিত হাসান (২২৭)

আলীরাজ (২০৩)

কেয়া (২১২)

চুন্নু (২২০)

জেসমিন (২০৮)

ফেরদৌস (২৪০)

মৌসুমী (২২৫)

রোজিনা (১৮৫)

সুচরিতা (২০১)

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়েছে দুইটি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন মিশা-জায়েদ ও অপরটির নেতৃত্বে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর