বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডে দোষ-ত্রুটি খোঁজা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। সরকারের কোনো উদ্যোগ তাদের চোখে পড়ে না। বিএনপি নেতারা পূর্ণিমার আলো ঝলঝল রাতেও অমাবস্যার অন্ধকার দেখতে পায়। মঙ্গলবার (৪ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
করোনাকালে বিএনপির অবস্থান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, জনগণের জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরিতে সরকারের উদ্যোগের প্রশংসা না করে তারা তোতা পাখির মতো শেখানো বুলি অবিরাম আওড়ে যাচ্ছে।
গণতন্ত্র নিয়ে কথা বলা বিএনপির শোভা পায় না মন্তব্য কর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকতে তারা ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ও এ দেশে সৃষ্টি করেছে। নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারা এক কোটি সোয়া লাখ ভুয়া ভোটার দিয়ে আজিজ মার্কা প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। তাই দেশে এক-এগারোর মতো অবস্থা তৈরি হয়েছিল। মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের সেই জালিয়াতির কথা দেশের মানুষ এখনও ভুলে যায়নি। বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বুলি ‘ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো’।=
তার দল গঠিত সরকারের করোনাকালের কর্মকাণ্ড তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, অসহায়, কর্মহীন, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সাড়ে ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ বা দলীয় নেতাকর্মীদের আত্মীয়-স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের তালিকা করে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সাহায্য দেয়া হচ্ছে।
এমকে