চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়টি সরকারের এখতিয়ারের নয়, আদালতের এখতিয়ারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে তার বা পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন-নিবেদন করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (৪ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন হাইস্কুল মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়া যে সাজা ভোগ করছিলেন, সেটি স্থগিত করে তাকে চিকিৎসার সুযোগ করে দেয়া হয়। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এ পর্যন্ত আমাদের জানা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে ধারায় সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছেন, এর বাইরে অন্য কোনও সুযোগ নিতে চাইলে তাকে আদালতে যেতে হবে। এখন আরো কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে।
এমকে