মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)
কুষ্টিয়ার কুমারখালীতে শ্বশুর বাড়িতে গৃহবধু শিলা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করায় মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে তার লাশ কবর থেকে তোলা হতে পারে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান।
শিলা খাতুন উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রমের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী। ২৫ এপ্রিল (রোববার) রাতে মামলাটি করেন তার ভাই আব্বাস মিয়া। শিলা খাতুনের বাবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামে, আশরাফুল হোসেন মিয়া তার বাবা। প্রায় ১৪ বছর আগে উজ্জল আর শিলার বিয়ে হয়। গত ১৯ এপ্রিল শিলা মারা যায়।
মামলায় বলা হয়েছে- যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৪/৫ জন মিলে শিলাকে পিটিয়ে হত্যা করেছে। আবু আব্বাস মিয়া বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও সেনাবাহিনীর চাকুরীর জন্য বোনকে ওরা (শিলার শ্বশুর বাড়ির লোকজন) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। আসাদ মুন্সী ওরফে উজ্জল বলেন, আমি কোন দিন বউকে মারিনি। আপনারা (সাংবাদিক) বিষয়টি ভুলে যান। আমার ভুল হয়েছে।
এমকে