মন্তব্য
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর সবে শেষ করেছে। এ সফরে টাইগারদের প্রাপ্তি বলতে কেবল প্রথম টেস্টে ড্র। ২য় টেস্টে মুমিনুলদের স্বরূপে আর দেখা যায়নি। ফলে টেস্টে হার নিয়ে সফর শেষ করেছে তারা।
আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে হবে ২৭ মে। আসন্ন সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। লঙ্কান কিক্রেটাররা বাংলাদেশে পৌঁছে ১৮ মে পর্যন্ত থাকবেন কোয়ারেন্টাইনে।