শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রীলঙ্কা সফর। এ সফরে দু ম্যাচের টেস্ট সিরিজে ১-০ হেরেছে টাইগাররা। প্রাপ্তি বলতে এক ম্যাচে ড্র। ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন ব্যাটসম্যানরা। ফলে এর প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। উন্নতি হয়েছে তামিম-মুমিনুলদের।
দেশটির বিপক্ষে কোনো সেঞ্চুরি না পেলেও রানে ছিলেন তামিম ইকবাল। দুই টেস্টেই সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন তিনি। তবে রান পাওয়ার সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
বুধবার সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে আপডেট করেছে আইসিসি। যেখানে তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তামিম। তার রেটিং পয়েন্ট ৬১১। একধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২১তম স্থানে আছেন তিনি। এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও। ৫৯০ রেটিং নিয়ে তিনি আছেন ৩০ নম্বরে।