করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ১৭৪২

০৬ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫০ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৪২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৩৩ জন।বুধবার (৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৭৫৫ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮০।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ২০ হাজার ২১৭টি, পরীক্ষা হয় ২০ হাজার ২৮৪টি।শনাক্তের হার আট দশমিক ৫৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৮ জন।বিভাগভিত্তিক ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে একজন, খুলনায় তিন জন ও সিলেটে দুই জন আছেন।সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন আর বাড়িতে তিন জন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর