মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ

০৬ মে ২০২১

মাকামে ইব্রাহিমের আনুপুঙ্খিক ছবি প্রকাশ করেছে সৌদি আরব। মসজিদুল হারামে এই পবিত্র পাথরটি রয়েছে।

মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বুঝায় যেটা কাবা শরিফ নির্মাণের সময় ইসমাইল নিয়ে এসেছিলেন, যাতে পিতা ইব্রাহিম পা রেখে কাবা ঘর নির্মাণ করতে পারেন। 

ইসমাইল (আ.) পাথর এনে দিতেন, ইব্রাহিম (আ.) তার পবিত্র হাতে তা কাবার দেওয়ালে রাখতেন। ওপরে উঠার প্রয়োজন হলে পাথরটি অলৌকিকভাবে ওপরের দিকে উঠে যেত।

আল-আরাবিয়াহ


মন্তব্য
জেলার খবর