প্রেমিকার সঙ্গে সময় কাটাতেন বিল গেটস

০৬ মে ২০২১

বিল গেটস বিয়ের পরও পুরনো প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখতেন। সমুদ্র সৈকতে সময় কাটাতেন।

বিল গেটস বান্ধবীর সঙ্গে সময় কাটাবেন বলে এ সংক্রান্ত একটি চুক্তিও সদ্য বিচ্ছেদ হওয়া স্ত্রী মেলিন্ডার সঙ্গে করেছিলেন। সেই চুক্তির মেয়াদ ছিল ১০ বছর।

১৯৮৪ সালে অ্যান উইনব্ল্যাডের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। কিন্তু ১৯৯৪ সালে তাদের ব্রেকাপ হয়। অ্যান নিজেই বিল গেটসকে বুদ্ধিমতী মেলিন্ডাকে বিয়ে করতে পরামর্শ দিয়েছিলেন।

অ্যান একজন সফটওয়্যার বিশেষজ্ঞ। তিনি বিল গেটসের চেয়ে পাঁচ বছরের বড়। ১৯৯৯ সালে অ্যানের সাথে একসাথে ব্যবসায় শুরু করেন বিল গেটস।

 অ্যান বিয়ে করেন অ্যাডওয়ার্ড এলেক্স ক্লাইনকে। অভিনেতা কেভিন ক্লাইনের ছোট ভাই এলেক্স ক্লাইন।

নিউইয়র্ক পোস্ট ও ডেইলি মেইল


মন্তব্য
জেলার খবর