মন্তব্য
দু'দশক ধরে আমাজন অরণ্য যতটা না কার্বন ডাই অক্সাইড শোষণ করেছে, নিঃসরণ করেছে তার চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি!
ন্যাশনাল ইন্সটিটিউট ফর আর্গোনমিক রিসার্চের অধ্যাপক জঁ পিয়ের উইনেরন নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে লিখেছেন, গত দুই দশকে, বিশেষ করে ২০১০-২০১৯ সাল পর্বে আমাজন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেছে ১৬ দশমিক ৬ বিলিয়ন টন। সেই তুলনায় কার্বন ডাই অক্সাইড শোষণ করে উঠতে পেরেছে মাত্র ১৩ দশমিক ৯ বিলিয়ন টন!
২০১৯ সালের ১ জানুয়ারি বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই আমাজন অরণ্য আরও বেশি বেহাল হয়ে উঠেছে।
দ্যা গার্ডিয়ান