মন্তব্য
ভারতের তামিলনাড়ুতে পছন্দের রাজনৈতিক দল ভোটে জেতায় মানত অনুযায়ী নিজের জিহ্বা কেটে ফেলেছেন ৩২ বছর বয়সী ভানিথা।
তিনি পণ করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ‘ডিএমকে’ জিতলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন। রবিবার ফল প্রকাশের পরই দেখা যায়, বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে ‘ডিএমকে’।
এর পরই সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান তিনি। মন্দির বন্ধ থাকায় গেটের সামনেই ধারালো অস্ত্র দিয়ে নিজের জিহ্বা কেটে তা উৎসর্গ করেন ভানিথা। কিন্তু এরপরই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যান।
ইন্ডিয়ান এক্সপ্রেস