মন্তব্য
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে করোনা মোকাবিলায় শক্ত হাতে হাল ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা করলেন তিনি।
বুধবার মমতা ঘোষণা দিয়েছেন, রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে বিমান যাত্রীদের এবং অন্য রাজ্য থেকে যারা ট্রেনে বা বাসে আসবেন তাদের জন্যে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
"আমরা লকডাউন করছি না কিন্তু কিছু কিছু বিধিনিষেধ আরোপ করছি" বললেন মমতা। তিনি জানান, সরকারি পরিবহনে ৫০ শতাংশ যাত্রী চলাচল করতে পারবে। যদিও ,মেট্রো চলবে, তবে তাতে ৫০ শতাংশ যাত্রী থাকতে পারবেন।
ওয়ান ইন্ডিয়া