চট্টগ্রাম সংবাদদাতা
আত্মগোপনে থাকা হেফাজাত ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি গ্রাম থেকে বুধবার (৫ মে) বিকালে তাকে গ্রেফতার করে চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশে একটি দল। সাম্প্রতিক হাটহাজারীতে সংঘটিত তাণ্ডবের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জাকারিয়া নোমান ফয়েজী হাটহাজারীর সহিংসতার মামলার এজহারভূক্ত আসামি। গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় ৩১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী থানা ভবনে হামলা, ভূমি অফিসে ভাঙচুর, ডাকবাংলোয় আগুন, পুলিশের ওপর হামলার অভিযোগে হাটহাজারী থানায় ছয়টি ও পটিয়া থানায় একটি মামলা করে পুলিশ। এর ২৭ দিন পর হেফাজতের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর নাম উল্লেখ করে আরও তিনটি মামলা হয়। এসব মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
দিলীপ কুমার তালুকদার/এমকে