একসঙ্গে ৯ সন্তানের জন্ম!

০৬ মে ২০২১

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫)। চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী সাত সন্তানের জন্ম দিতে চলেছেন। তবে শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।  মা ও শিশুরা ভালো আছে। 

চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই পাঁচ মেয়ে ও চার ছেলের জন্ম দিয়েছেন সিসে। শিশুদের মধ্যে ৫ জন মেয়ে ও ৪ জন ছেলে।

গার্ডিয়ান ও এএফপি


মন্তব্য
জেলার খবর