দেয়া হবে টিকার তৃতীয় ডোজ

০৬ মে ২০২১

আগামী বসন্ত শুরুর আগেই ক্রিসমাসের সময় করোনার হুমকি ঠেকাতে এবার ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার চিন্তা করছে যুক্তরাজ্য।

এই তৃতীয় ডোজের জন্য ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটির তত্ত্বাবধানে দুটি বিকল্পের পরীক্ষা চলছে এই মুহূর্তে।

প্রথমটিতে নতুন ভ্যারিয়েন্টগুলো মোকাবিলায় বিশেষত সংশোধিত টিকা অন্তর্ভুক্তকরণের কথা ভাবা হচ্ছে।

আর দ্বিতীয়টি হলো- ইতোমধ্যে ব্যবহৃত তিনটি সংস্করণের (ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা) মধ্যে যেকোনো একটি।


মন্তব্য
জেলার খবর