মন্তব্য
করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বাবা মাঠের মধ্যে পড়ে রয়েছেন। মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন তিনি। তা দেখে স্থির থাকতে পারেনি ১৭ বছরের মেয়ে। বোতল হাতে ছুটে যায় বাবার মুখে একফোঁটা পানি তুলে দিতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান মা। তার ভয়, কাছে গেলে মেয়েও করোনায় আক্রান্ত হতে পারে।
সম্প্রতি হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এর ভিডিও।
করোনায় আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি বিজয়ওয়াড়ায় কাজ করতেন। অসুস্থ হয়ে পড়ার পর নিজগ্রাম শ্রীকাকুলামে ফেরেন তিনি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তাকে গ্রামে ঢুকতে দেয়া হয়নি। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যে পড়ে ছিলেন তিনি।
আনন্দবাজার পত্রিকা