তিনটি আলাদা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিন লাখ ৬০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিউনিসিয়া, বেলারুশ ও কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার কিনতে ব্যয় ধরা হয়েছে ২৬৩ কোটি ৯৮ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সার কেনার অনুমোদন দিয়েছে। বুধবার (৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে্ এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মাধ্যমে তিউনিসিয়া থেকে এক লাখ ৫০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৭২৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা।অন্যদিকে বেলারুশ থেকে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ৪৪৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ১৭০ টাকা। বিসিআইসির কাফকো থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ৯২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
এমকে