গত এক বছরে করোনার কারণে কাজ হারিয়েছেন ৬২ শতাংশ মানুষ। অনেকে পুনরায় কাজ শুরু করলেও তাদের অধিকাংশের আয় কমেছে। ফলে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছেন ব্যয় কমিয়ে। বেশি ক্ষতি হয়েছে নিম্নআয়ের মানুষের। করোনাকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতি: কীভাবে মানুষগুলো টিকে আছে শীর্ষক খানা জরিপে ওঠে এসেছে এ তথ্য। বুধবার (৫ মে) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র অনলাইন সংলাপে এ জরিপের ফলাফল প্রকাশ হয়।
দেশের ১৬টি জেলার শহর ও গ্রাম মিলিয়ে ২ হাজার ৬শ’ পরিবারের ওপর এ জরিপ চালানো হয়। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এ জরিপ চলে। যৌথভাবে জরিপ কাজটি করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও অক্সফাম বাংলাদেশ।
সংলাপে সিপিডির রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান জরিপের ফলাফলের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জরিপে দেখা গেছে- কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে, ১৮.২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সেবা খাতে ১.৫৪ শতাংশ কর্মসংস্থান কমেছে, প্রবৃদ্ধি ৩.৮৬ শতাংশ হয়েছে শিল্প খাতে। অর্থাৎ কর্মসংস্থান সেবা খাত থেকে কমে কৃষি খাতে স্থানান্তরিত হয়েছে।
এমকে