বেড়েছে সূচক ও লেনদেন

০৬ মে ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সিংহভাগ শেয়ারের দর বেড়েছে, ছিল সূচকের উত্থান। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। একই চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসতে মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয় ৩৫৯টি কোম্পানির। দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৫৪টির।অন্যদিকে সিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির।

ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৩৫৬ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকা। ৪৫ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৪১৭টি শেয়ার এক লাখ ৯৯ হাজার ৬৭৯ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনের ।

প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ দশমিক ১০ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দুই হাজার ২১৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৭৫ হাজার ৫৪৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৩৮ দশমিক ৩২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৪৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪৮৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৩৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৩৬৭ টাকার। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৭৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর