প্রণোদনায় দুর্নীতি হচ্ছে

০৬ মে ২০২১

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত সরকারি প্রণোদনায় দুর্নীতি হচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৫ মে) এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ মন্তব্য করেন। করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপস’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, করোনার কারণে কিছু প্রণোদনা ঘোষণা করেছে সরকার। কিন্তু সেখানে জনগণের জন্য কিছু করা হয়নি, সেই প্রণোদনা নিয়েও দুর্নীতি করেছে। তিনি আরো বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই, সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নেই।

করোনা সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। কারোনা চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। একদিকে করোনা টেস্টে মিথ্যাচার, অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ ভ্রাষ্টাচার ও দুর্নীতি করে দেশটাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে তারা।

করোনার দুইটা হাসপাতাল উধাও হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে হারে দুর্নীতি হচ্ছে, তাতে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে, চরম ভঙ্গুর একটা স্বাস্থ্যখাত এ সরকার তৈরি করেছে।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মো. আশরাফুল হাসান মানিক, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর