রিয়ালের বিদায়, ৯ বছর পর ফাইনালে চেলসি

০৬ মে ২০২১

পরিসংখ্যানে এগিয়ে থেকেও ফাইনালে যাওয়া হলো না রিয়াল মদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা সর্বোচ্চ ১৩ বার ঘরে তুলেছে দলটি। তবুও বুধবার রাতে একবারের চ্যাম্পিয়ন চেলসির কাছে ২য় লেগে ২-০ গোলে হেরে এবারের শিরোপার স্বপ্ন চুরমার হলো তাদের।
এর আগে রিয়ালের মাঠে খেলা প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে নয় বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে দলটি।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের সিংহভাগ সময় বলের দখল রেখেছিল রিয়ালই। কিন্তু মাঝমাঠে বল দেয়া-নেয়া করা ছাড়া তেমন কিছু করতে পারেনি তারা। অন্যদিকে সুযোগের সদ্ব্যবহার করেছে চেলসি।
ম্যাচের দশ মিনিটের মাথায় প্রথম শট অবশ্য নিয়েছিল রিয়ালই। কিন্তু সেটি কাজে লাগেনি। তবে পাল্টা আক্রমণে গোল করে চেলসি। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে দ্বিতীয় গোলটি করেন চেলসির ম্যাসন মাউন্ট।


মন্তব্য
জেলার খবর