কর্মীদের খাবার দিচ্ছেন সানি লিওন

০৬ মে ২০২১

উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।

করোনা মহামারিতে দারুণ বিপাকে পড়েছেন ভারতে অভিবাসী কর্মীরা। কমে গেছে তাদের আয়। খাদ্য সঙ্কটেও ভুগছেন তারা। অনেকের পক্ষে টিকে থাকাই দুঃসাধ্য।

বলিউড হাঙ্গামা


মন্তব্য
জেলার খবর