শুক্রবার সমাপ্ত হয়েছে ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৭৫২ জন। ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে এসেছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি ভোট দিতে এসে নির্বাচিতদের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যারাই নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন শিল্পীদের সুখে-দুঃখে পাশে থাকেন। শিল্পীদের কল্যাণে কাজ করেন।’
নির্বাচনকে উৎসবের সাথে তুলনা করে তিনি আরো বলেন, ‘নির্বাচন আমাদের কাছে উৎসব। তাই এক ধরনের উৎসাহ নিয়েই ভোট দিতে আসি। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে- সব মিলিয়ে অন্যরমক ভালো লাগা কাজ করছে।’
এ নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
আরআই