বিয়ে করলেন নায়িকা দিতির ছেলে

০৬ মে ২০২১

বিয়ের খবর ফেসবুকে জানিয়ে ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির ছেলে শাফায়েত চৌধুরী লিখেছেন, 'ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।'

তার স্ত্রী টারা ভ্যান ক্রালিঙ্গেন নেদারল্যান্ডসের নাগরিক। বিয়ের আগে তারা ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। দেশটির রাজধানী আমস্টারডামে সম্প্রতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে


মন্তব্য
জেলার খবর