অস্ত্র বহনকালে যুবক আটক

০৬ মে ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

ফেনীর ছাগনাইয়ায় ১টি দেশীয় এলজি ও ১রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭ (চট্টগ্রাম)। বুধবার (৫ মে) বক্তার হাট এলাকায় র‌্যাবের বসানো অস্থায়ী তল্লাশি চৌকিতে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম কাজী আজিম হোসেন (২৩)। সে ফেনী ফুলগাজী থানার ফকির খিল গ্রামের কাজী আঃ গফুরের ছেলে।দীর্ঘদিন ধরে সে অবৈধ অস্ত্র বেচাকেনা করছিল বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া উইং জানায়, এক যুবকের অস্ত্রবহনের খবর ছিল তাদের কাছে। এর পরিপ্রেক্ষিতে বক্তার হাট ইয়াছিন ট্রেডার্স দোকানের সামনে পাঁকা রাস্তায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়ে। এ সময় এ পথে আসা একটি মটোরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দেয়, কিন্তু আরোহী না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তল্লাশীকালে তার কোমর থেকে ১টি দেশীয় অস্ত্র, ১ রাউন্ড গুলি পাওয়া যায়। তার ব্যবহৃত নাম্বার বিহীন ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। কাজী আজিম হোসেনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর