ঈদের কেনাকাটায় বাড়বে সংক্রমণ

০৭ মে ২০২১

দেশের শপিংমল ও দোকানপাটে যেভাবে ঈদের কেনাকাটা শুরু হয়েছে, তাতে করোনার  সংক্রমণ আবারও বাড়বে। করোনা সংক্রমণে  এ কেনাকাটার প্রভাব দেখা যাবে ১৬ মে’র পরে। এভাবেই আশঙ্কার কথা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় এবং অক্সিজেন সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ আশঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার ( ৬ মে) এ  সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ।

করোনা উদ্ভুদ পরিস্থিতিতে ঈদ কেনাকাটার যুক্তিকতা তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা ঈদে জামা-কাপড় না কিনলে কী হয়? মার্কেট সরকার খুলেছে, যাওয়া-না যাওয়া আমাদের বিষয়। অনেক নারী ও শিশু মাস্ক পরছে না।

‘লকডাউন’ এর কারণে সংক্রমণ কমেছে দাবি করে মন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ কমাতে লকডাউন ছিল সবচেয়ে কার্যকরী পন্থা। যদিও এটা ক্ষতি করে, অস্থিরতা তৈরি করে। কাজেই  ব্যালেন্স করে মহানগরের ভেতর লকডাউন দেয়ার চিন্তা চলছে। মাস্ক ব্যবহার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’- এটা খুব কাজে দিয়েছে। এ স্লোগানে সচেতনতা বেড়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর