মন্তব্য
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
শোবার ঘরের খাটের নিচে জ্যান্ত ছিল একটা বিষধর সাপ গোখরা। সেটাকে মেরে ফেলার পরে মাটি খুঁড়তেই মিললো সাপটির ৩৮টি ডিম। এ ঘটনায় গোটা পরিবারসহ পড়শিদের মাঝে বিরাজ করছে সাপ আতঙ্ক। ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালীর পুঁটিয়াতা গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের বাড়ির, বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঘটে এ ঘটনা ।
জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পাই। তারপর প্রতিবেশিদের সহযোগিতায় সাপটি মারা হয়। এ সময় ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপটির ৩৮টি ডিমও পাওয়া গেছে।
মাহমুদ শরীফ/এমকে