খাটের নিচে গোখরা, মাটি খুড়তেই মিললো ৩৮ ডিম

০৭ মে ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

শোবার ঘরের খাটের নিচে জ্যান্ত ছিল একটা বিষধর সাপ গোখরা। সেটাকে মেরে ফেলার পরে মাটি খুঁড়তেই মিললো সাপটির ৩৮টি ডিম। এ ঘটনায় গোটা পরিবারসহ পড়শিদের মাঝে বিরাজ করছে সাপ আতঙ্ক। ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালীর পুঁটিয়াতা গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের বাড়ির, বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঘটে এ ঘটনা ।

জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পাই। তারপর প্রতিবেশিদের সহযোগিতায় সাপটি মারা হয়। এ সময় ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপটির ৩৮টি ডিমও পাওয়া গেছে।

মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর