৪১ করোনা রোগীর মৃত্যু

০৭ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১ জন মারা গেছেন। করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। সুস্থতা ফিরে পেয়েছেন তিন হাজার ৬৯৮ জন করোনা রোগী। বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৬৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন  ১১ হাজার ৭৯৬ জন, সুস্থ হয়েছেন সাত লাখ দুই হাজার ১৬৩ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৮২ হাজার ২৬৩টি।শনাক্তের হার ১৩ দশমিক ৭৮।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৮২২টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৮৫টি।  শনাক্তের হার আট দশমিক ৪৪। মারা যাওয়াদের  মধ্যে পুরুষ ২২ জন, নারী ১৯ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২০, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহী, বরিশাল ও সিলেটে দুই জন করে এবং খুলনায় একজন। সরকারি হাসপাতালে ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর